Loading...

কেন অামরা তুলসীর মালা গ্রহণ করি?

সনাতন ধর্মে তুলসী মহারাণী দেবী হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রিয়জন, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো,নমো।
তুলসীর মালা গলাই ধারণ করলে ৪/টি জিনিস থেকে রহ্মা পাওয়া যাই,১/ব্রজর্পাত মৃত্যুর হাত থেকে রহ্মা পাওয়া যাই,২/রুড এক্সিডেন্ট থেকে রহ্মা পাওয়া যাই,৩/সর্প ছোবল থেকে রহ্মা পাওয়া যাই,,যেমন সাপুড়িয়া যখন সাপের খেলা দেখাই তখন তাদের হাতে একটা লাঠির ডাল থাকে সে লাঠির মাথায় তুলসীর ডাল থাকে,,৪/রাতে বা দিনে ঘোমানির পর অামরা বাজে স্বপ্ন বা ভয়ানক স্বপ্ন দেখি যা দেখে ভয় পেয়ে অামার হাত পা প্যারালাইজ হতে পারে সেটা থেকে রহ্মা পাওয়া যাই,, অার অনেক উপকার পাওয়া যাই ইত্যাদি।যদি তুলসীর মালা গলাই দিয়ে তার মৃত্যু হয় সে যদি ভক্ত না থাকে তবুও তার নরকগামী হতে হবে না, যেমন কুকুরের গলাই যদি বেল থাকে তাকে কি কেউ মারতে পারে??না,, কারণ তার গলাই বেল অাছে সে পালিত কুকুর মারলে তার নামে কেছ হয়ে যাবে পৌরসভা লোকও তাকে মারতে পারবে না।তাই যার গলাই তুলসীর মালা অাছে তাকে যমে স্পর্শ করতে পারবে না, দূর থেকে দেখে প্রণাম করে বায়ুর বেগের মত চলে যাবে কারণ সে ভগবানের ভক্ত তার নাম ভগবানের খাতাই লিখা হয়েগেছে,, অার যদি তুলসীর মালা ধারণ করে মায়াতে পরে কৃষ্ণ কে ভুলে যাই তবুও তাকে নরকগামী হতে হবে না,, তার সৎগতি হবে পরের জন্মে ভগবান তাকে ভক্ত ঘরে জন্ম দিবে ও সুযোগ করে দিবে।তুলসীর জল দিয়া গঙ্গা জল বানাই পবিত্র হওয়ার জন্য অার যদি তুলসীর মালা গলাই থাকে যদি প্রতিদিন স্নান করি সে মালার স্নানের জল শরীরে স্পর্শে করলে এমনি পবিত্র হয়ে যাব,,অনেকে বলে তুলসীর মালা গলাই ধারণ করলে মিথ্যা কথা বলা যাবে না,,যদি তাই হয় তাহলে,ত শাস্ত্রে লিখা অাছে মিথ্যা কথা বলা মহাপাপ তুলসীর মালা না ধারণ করলেও মিথ্যা কথা মহাপাপ, ধারণ করলেও পাপ তাহলে কোনটা ভাল?? তাহলে তুলসীর মালা ধারণ করে মিথ্যা কথাই ভাল কারণ যেখানে অামি ১০০/মিথ্যা কথা বলতাম তুলসীর মহারাণী কৃপাই অাসতে,অাসতে ১টা করে কমতে থাকবে একসময় অামি অার মিথ্যা বলব না, অার যদি মৃত্যু হয় তাহলে,ত নরকগামী,ত হতে হবে না, সৎ গতি হবে।অাবার কেউ বলে তুলসীর মালা ধারণ করে মাছ,মাংস,অামিষ খেলে পাপ হয়,,হা ঠিক কিন্তুু ভাগবতে ভগবান বলেছেন যে অামার চেয়ে অামার নাম বড় নামের চেয়ে অামার ভক্ত বড় ভক্তের চেয়ে ভক্তের চরণ ধূলি বড়,ভগবান তার ভক্তকে সবসময় উপরে রেখেছে, সেই শুদ্ধ ভক্ত ভগবানের যিনি ভগবানের নাম ও প্রচার করে তার হাতে তুলসীর মালা গলাই ধারণ করলে অাপনার পাপ সেই শুদ্ধ ভক্তের ম্যাধমে ভগবান গ্রহণ করে এটা প্রচারের জন্য ভক্ত সবরকম পাপ বহণ করে জীবকে উদ্ধার করার জন্য, ভক্তি পথে অাগে অাসতে হলে তুলসীর মালা ধারন করতে হবে তাই ৮ বছর থেকে বাধ্যতা মূলক তুলসীর মালা ধারণ করতে হবে, অাপনি যে সনাতন ধর্মের লোক মানুষ বোঝবে কি করে এটাই তার পরিচয় গলাই মালা থাকলে, তাই এক লাফে কেউ গাছে ওঠতে পারে না তাহলে সে পরে যাবে বা চিন্তা করতে করতে সময় চলে যাবে, তাই ভক্তি পথে কেউ একবারে সব ছেড়ে অাসতে পারে না, অাসতে, অাসতে সে এই পারমার্থিক পথ অবলম্বন করে।
সব কথার মূল কথা হল যে ভগবানকে যত কিছু রান্না করে দেন না কেন ভগবান একটা তুলসীর পত্র ছাড়া কিছু নিবেদন করে না, অার যার কন্ঠে তুলসীর মালা নাই তার হাতে ভগবান গ্রহণ করবে?? অাবার অনেকে বলতে পারেন ভক্তি থাকলে ভগবান সব গ্রহণ করে, হা কিন্তুু অাপনি বলতেন পারেন অামার ভক্তি অাছে যে সবসময় কৃষ্ণ নামে মগ্ন থাকি,? অাপনি যে বৈদিক কর্ম করেন না কেন তুলসী লাগবে এবং কি মৃত্যুর পরে দেহের চোখের উপর এই তুলসীর পাতা দেই,, কেন গাছে, ত অনেক পাতা অাছে বট পাতা কাঠাল পাতা চোখ ভরে যাবে এমন পাতা অাছে কিন্তুু সেটা দিবে না কেন?? এই তুলসীর পাতা লাগবে চিন্তা করে দেখুন যে ব্যক্তি কখনো গলাই তুলসীর মালা ধারণ করে নাই, সাধুরা গিয়ে তাকে তুলসীর মালা পরার কথা বলে সে সাধুদের কে এমন জ্ঞান দেই যে সাধুদের সাথে খারাপ অাচরণ করতে থাকে টিটকারি মারতে থাকে তাদের বয়স হয় নাই মালা পরার, তাহলে চিন্তা করুন যারা বলে এখন অামার বয়স হয় নাই হরি ভজন করার, তারা কত বড় মহাপুরুষ তারা মৃত্যুকে জানে যে অামার এখন মৃত্যু হবে না। মূর্খ তারা হরিভজন করতে বয়স লাগে না, কিন্তুু মৃত্যুর সময় চোখে তুলসীর পাতা দিয়া কোন লাভ হবে অাত্মা,ত চলে গেছে মরা দেহের মধ্যে দিয়ে কি লাভ বাইচা থাকতে সাধুরা বলেছে মালা ধারন করতে পরি নাই কারণ অামি বড় পণ্ডিত ছিলাম তাই কিন্তুু মৃত্যুর পর অামার পণ্ডিত গিরি শেষ তাই মৃত্যুর সময় কোন লাভ হবে না,যদি সারাজীবন হরিভজনে যুক্ত না হন।


0 Comment "কেন অামরা তুলসীর মালা গ্রহণ করি?"

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.