Loading...

কি করে বুঝব সাধন ভজন করলে মৃত্যুর পর ভগবদ্ধামে যাওয়া যায়?

একজন ছাত্র নিয়মত যদি পড়াশুনা করে চলে, তবে যখন পরীক্ষার দিন উপস্থিত হয়, তখন সহজে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। এই ব্যাপারটি যেমন নিশ্চিত, তেমনি সারা জীবন নিয়ম নিষ্ঠার সহিত যিনি ভগবদভজনা করেন, সেই ভক্ত অবশ্যই জড়জগতরূপ পরীক্ষা ক্ষেত্রে সহজে উত্তীর্ণ হয়ে নিত্য ভগবৎ সেবায় নিয়োজিত হতে পারবেন। এতে সন্দেহের কি আছে?
পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন--- 'অনিত্যমসুখং লোকমিমং প্রাপ্য ভজস্ব মাম্'
অর্থাৎ 'যখন এই অনিত্য দুঃখময় মর্ত্যলোকে মনুষ্যদেহ ধারণ করেছ, তখন আমাকেই ভজনা কর। (গীতা ৯/৩৩) এবং যখন কেউ কৃষ্ণভাবনায় নিযুক্ত থাকে---কৃষ্ণসেবায় সর্বদা যুক্ত থাকে, তার গতি কি হয়? শ্রীকৃষ্ণ বলছেন--- 'মামেবৈষ্যসি যুক্তৈবমাত্মানং মৎপরায়ণঃ'॥
অর্থাৎ 'সম্পূর্ণরূপে আমাকে আশ্রয় করে তুমি অবশ্যই আমাকে লাভ করবে।' (গীতা ৯/৩৪)


0 Comment "কি করে বুঝব সাধন ভজন করলে মৃত্যুর পর ভগবদ্ধামে যাওয়া যায়?"

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.