মা কালী জিহ্বা বের করে রাখেন কেন এবং এর কারন কি?

মা আনন্দময়ী ও শক্তি রূপিণী দেবী সনাতন ধর্মে পূজ্য। অসুর নিধনের জন্য তিনি মহামায়া রুপে স্বর্গে অবতীর্ণ হয়েছিলেন। মা কালীকে জিহ্বা বের করে রাখতে দেখি, মা এখানে শুধু জিহ্বা বের করেই রাখেন নি তিনি লাল জিহ্বাকে সাদা দাঁত দিয়ে কামড়ে রেখেছেন।
এখানে সাদা রং সত্ত্ব গুনের প্রতীক। লাল রং রজো গুনের প্রতীক। লাল জিহ্বাকে সাদা দাঁত দিয়ে কামড়ে ধরার অর্থ সত্ত্বগুণ দিয়ে রজোগুণকে দমন করা। অনেকে বলে মা কালী রক্ত পান করেছেন তারই জন্য জিহ্বা লাল। রক্ত পান করলে তো দাঁতে লাল রক্ত লেগে থাকতো তাতো নেই। মা সন্তানের রক্ত পান করবেন কেন? অনেকে বলেন শিবের উপর দাঁড়িয়েছেন বলে জিহ্বায় কামড় দিয়েছেন। শিব বলেছেন আমাকে যদি তিনি শক্তি দেন তাহলে আমি শিব নচেত আমি শক্তিহীন শিব শব ( মৃত ) হয়ে যাই। তাই তিনি মায়ের পদতলে। সবই শক্তির অধীন। এই মহাকালের সাথে মহাশক্তির রমন করেন, তাই তিনিই মা কালী।

0 Comment "মা কালী জিহ্বা বের করে রাখেন কেন এবং এর কারন কি?"

Post a Comment