সৎসাহস ?

‘সাহস’ শব্দটির মানে হচ্ছে ভয়শূন্যতা, নির্ভীকতা। বিপজ্জনক কাজে উদ্যমের নামও সাহস। এই সাহস ভালো বা সৎ কাজে অথবা মন্দ বা অসৎ কাজে উভয় ক্ষেত্রেই দেখানো যেতে পারে। তবে সৎ বা মঙ্গলজনক কাজে যে সাহস দেখানো হয়, তাকে বলা হয় সৎসাহস ।
যখন কেউ দুর্বলের উপর অত্যাচার করেন, তখন সৎসাহস নিয়ে দুর্বলের পক্ষে দাঁড়ানো উচিত। শরণাগতকে তাড়নাকারীর হাত থেকে রক্ষা করার ক্ষেত্রেও অনেক সময় সৎ সাহসের প্রয়োজন হয়।
ধর্মযুদ্ধ ক্ষত্রিয়ের ধর্ম। যুদ্ধক্ষেত্রে সৎসাহস দেখানো বীরের কর্তব্য । মহাভারত থেকে এই রকম এক বীরের সৎসাহসের কাহিনী 'অভিমন্যুর সৎসাহস'।


0 Comment "সৎসাহস ?"

Post a Comment