হিন্দুদের ৩৩ কোটি দেব-দেবী?

৩৩ কোটি (সংখ্যা) না,৩৩ প্রকার দেব দেবতা আছে সনাতন ধর্মে দেবভাষা সংস্কৃতে কোটি শব্দের দুটি অর্থ হয় -
- প্রকার,
- কোটি সংখ্যা
সনাতন ধর্মের অপপ্রচার এটাই যে হিন্দুদের ৩৩ কোটি দেব-দেবী আর অনভিজ্ঞ যারা তারাও বলে আমাদের ৩৩ কোটি (সংখ্যায়) দেব-দেবী সত্যিটা এই যে মোট ৩৩ প্রকার দেব-দেবতা আছে সনাতন ধর্মে
১২ প্রকার হল
আদিত্য-ধাতা, মিত, আযমা, শুক্রা, বরুন, অংশ, ভাগ, বিবস্বান, পুষ, সবিত্রা, তবাস্থা এবং বিষ্ণু
প্রকার হল
বাসু-ধর, ধ্রুব, সোম, অহ, অনিল, অনল, প্রত্যুষ এবং প্রভাষ
১১ প্রকার হল
রুদ্র-হর, বহুরুপ, ত্রয়ম্বক, অপরাজিতা, বৃষাকাপি, শমভু, কপার্দী, রেবাত, মৃগব্যাধ, শর্বা এবং কপালী
প্রকার হল অশ্বিনী এবং কুমার

মোট ১২++১১+=৩৩

0 Comment "হিন্দুদের ৩৩ কোটি দেব-দেবী?"

Post a Comment