সনাতনীরা প্রতিমা পূজা করে জলে বিসর্জন দেয় কেন?

প্রথম কথা হল আমরা মূর্তি পূজা করি না। আমরা প্রাণ প্রতিষ্ঠা করে প্রতিমা পূজা করি। তাই বিনীত অনুরোধ কখনো সনাতনীদের পূজাকে মূর্তি পূজা বলবেন না।
স্বামী বিবেকানন্দ বলেছেন, 
“মূর্তিপূজা করে না হিন্দু কাঠ মাটি দিয়ে গড়া।
মৃন্ময় মাঝে চিন্ময় হেরে(দেখে) হয়ে যাই আত্মহারা।।”
(HINDUS don’t pray the idol, they pray the ideal.)
এবার আসি মূল কথায়, যা সংক্ষেপে ব্যাখ্যা করছি। এই বিশ্বের প্রতিটি জিনিস পঞ্চ মহতত্ত্বে তৈরি। পঞ্চ মহতত্ত্ব হল মাটি, জল, বায়ু, আকাশ, অগ্নি। প্রতিমা পঞ্চ মহতত্বে তৈরি(তার মধ্যে মাটি একটি)। প্রতিমা মন্ত্রে বিসর্জন(পুজায়) দেওয়ার পর তাতে আর প্রাণ থাকে না। তখন সেটি একটি তৈরি মূর্তি হয়ে যায়। তখন তাকে আবার সেই পঞ্চ মহতত্বেই(তার মধ্যে জল একটি) বিসর্জন দেওয়া হয়। আপনি একটু অন্তঃদৃষ্টি দিয়ে দেখুন এই মহাবিশ্বের আপনি-আমি সকলের জন্যই এই নীতি প্রযোজ্য। এই পঞ্চ মহতত্ত্বেই সৃষ্টি ও লয়কেই মূলত প্রতিমা বিসর্জন নির্দেশ করে।

2 Comments