প্রসাদ গ্রহণেরে কিছু নিয়মাবলীঃ


প্রসাদ হচ্ছে ভগবানের কৃপা, এই মনোভাব নিয়ে আমাদের পারমার্থিক উন্নতির জন্য শুদ্ধ ভক্তের কাছ থেকে প্রসাদ গ্রহণ করা উচিত।
১. মনে রাখবে, কৃষ্ণ আর কৃষ্ণপ্রসাদ অভিন্ন। তা স্মরণ করতে ‘শরীর অবিদ্যাজাল, প্রার্থনা উচ্চারণ করতে হবে।
২. খেতে বা পান করতে ডান হাত ব্যবহার করতে হবে।
৩. এই প্রসাদ কৃষ্ণ আস্বাদন করেছেন তা ভাবতে হবে। (কৃষ্ণ যে কৃপা পূর্বক আমাদের
প্রসাদ দিয়েছেন তা চিন্তা করতে হবে, সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রাসাদ গ্রহণলীলাও আমরা স্মরণ করতে পারি।)
৪. শ্রীকৃষ্ণ আর তার প্রসাদের গুণ কীর্তন ব্যতীত কোন কথা বলা উচিত নয়।
৫. প্রসাদ ফেলবেন না। প্রসাদে যেন পা না লাগে।
৬. প্রসাদ পাওয়ার পূর্বে ও পরে হাত, পা ও মুখ ধোওয়া উচিত।
৭. আহারের ১ ঘন্টা পূর্বে এক গ্লাস জল পান করবেন, অথবা আহারের কিছু পরে, আহারের সময় পান করবে না, একান্ত প্রয়োজনে গরম কিছু পান করা যেতে পারে।
৮. শ্রীল প্রভুপাদ বলেছেন- তোমার পেটের ১/৪ ভাগ জল দিয়ে ভর্তি
করবে, ১/২ বাগ খাদ্য দিয়ে, আর বাকী ১/৪ ভাগ বাতাস দিয়ে পূরণ করতে হবে। অতিরিক্ত খাওয়া যাবে না।


0 Comment "প্রসাদ গ্রহণেরে কিছু নিয়মাবলীঃ"

Post a Comment