শাস্ত্রীয় কারনঃ শ্রী শ্রী চণ্ডী মতে, যখন মহিষাসুরের বক্ষে(বুকে) দেবী মা শূলাঘাত করলেন, তখন দেবীর পদ(পা) স্পর্শ করে মহিষাসুর মা মা বলে চিৎকার করে বললেন, মা মৃত্যুতে শোক নাই-- "ভবতি পাদং ভিক্ষাংদেহী" মানে মা আমার একটি প্রার্থনা আপনার নিকট। “আপনি আমায় চরণছাড়া করিবেন না''। দেবী তথাস্তুঃ বলিয়া আশীর্বাদ করিলেন। যুদ্ধংদেহী অবস্থায় মহিষাসুর মায়ের পদতলে রহিলেন। আর এই কারনেই মহিষাসুর দেবী মায়ের বিগ্রহে মায়ের পদতলেই থাকে।
আক্ষরিক কারনঃ মানুষের আসুরিকতাকে ধ্বংস করার মানসে অসুর প্রতীক রূপে মহিষাসুরকে দুর্গাকাঠামোতে স্থান দেওয়া হইয়াছে। আসুরিকতা একটি ভাব, দেবলোক থেকে মর্ত্যলোক পর্যন্ত পুরাকালে মুনিঋষিদের সুচিন্তিত ও সুধ্যানিত দুর্গাকাঠামো গঠিত হয়েছে। মূলত আসুরিকতা ধ্বংসের প্রতীকরূপেই অসুর মায়ের সাথে পুজিত হচ্ছে।
সর্ব মঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে।
শরণ্যে ত্রম্বকে গৌরি নারায়নী নমস্তুতে।।
শরণ্যে ত্রম্বকে গৌরি নারায়নী নমস্তুতে।।
অর্থঃ
হে দেবী সর্বমঙ্গলা, শিবা, সকল কার্য সাধিকা, শরণযোগ্য, গৌরি ত্রিনয়ণী, নারায়নী তোমাকে নমস্কার।।
হে দেবী সর্বমঙ্গলা, শিবা, সকল কার্য সাধিকা, শরণযোগ্য, গৌরি ত্রিনয়ণী, নারায়নী তোমাকে নমস্কার।।
0 Comment "দেবী দুর্গার পূজার কাঠামোতে অসুর কেন মায়ের পদতলে থাকে?"
Post a Comment